Nadia

Mar 04 2023, 19:58

নদীয়ার হাঁসখালির ধর্ষণ কাণ্ডে দোভাষী নিয়ে সাক্ষ্যদান শুরু হল রানাঘাট অতিরিক্ত জেলা দায়রা আদালতে


নদীয়া: ভাষাগত কারণে ২০২২ সালের চৌঠা এপ্রিল নদীয়ার হাঁসখালি তে নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আজ দোভাষী নিয়ে সাক্ষ্যদান শুরু হল নদীয়ার রানাঘাট অতিরিক্ত জেলা দায়রা আদালতে।

আজ ছিল হাঁসখালি মামলার সাক্ষ্য গ্রহণ।২০২২ সালে ৪ঠা এপ্রিল হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা ঘটে। এই মামলায় অভিযোগ দায়ের হয় ১০ই এপ্রিল। হাইকোর্টের অর্ডারে সিবিআই এই মামলার তদন্তভার নেয় ওই বছরের ১৩ই এপ্রিল। আজএই মামলায় সাক্ষী হয় মৃতার মায়ের।দোভাষীর মাধ্যমেই চলে সাক্ষ্য গ্রহণ পর্ব। তবে আসামী পক্ষের আইনজীবীরা দোভাষীর যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন। এবং আদালতে এবিষয়ে একটি পিটিশন দেন। তবে আদালত এই পিটিশন রিজেক্ট করে।আজ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় মৃতার মায়ের সাক্ষ্য গ্রহণ।

Nadia

Mar 03 2023, 15:55

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 03.03.2023


AITC leader Ujjal Biswas interacts with the students of a school in Sadhanpara-I gram panchayat, Krishnanagar-II Block at Nadia.

Nadia

Mar 03 2023, 14:39

শিমুরালি মনসাপোতা রেলগেটে মারুতি ভ্যান ও ট্রেনের সংঘর্ষ


নদীয়া: শিমুরালি মনসাপোতা রেলগেটে একটি মারুতি ভ্যান এর সঙ্গে ট্রেনের সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা যায় আজ শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল শিমুরালি এলাকাতে আসতেই ওই সময় ওই রেল গেট দিয়ে একটি মারুতি ভ্যান পাস করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে যদিও হতাহতের কোন খবর না থাকলেও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।

প্রশ্ন উঠেছে মারুতি ভ্যান টি রেলগেট দিয়ে যখন যাচ্ছিল তাহলে কি রেলগেট বন্ধ ছিল না ট্রেন আসছে দেখেও রেলগেট ফেলা হয়নি। তাহলে কি রেল গেটের যে কর্মরত কর্মী ছিলেন তার গাফিলতিতে এই দুর্ঘটনা? উঠেছে প্রশ্ন তদন্তে রেল পুলিশ।

Nadia

Mar 03 2023, 13:17

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রোথিত যশা ব্যারিস্টার সত্যব্রত মুখোপাধ্যায়


নদীয়া: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রোথিত যশা ব্যারিস্টার সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি সকলের কাছেই জলু বাবু নামে পরিচিত। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।বালিগঞ্জের সানি পার্কের বাড়িতে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। বার্ধক্য জনিত রোগে তিনি মারা গিয়েছেন। তাঁর ছেলে সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল। ২০০০ থেকে ২০০৩ সময়কালে বিজেপি বা এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার দুটি গুরুত্ব পূর্ণ দপ্তরের মন্ত্রীত্ব সামলেছেন। জলু বাবু রাজ্য বিজেপি র সভাপতির দায়িত্বও সামলেছেন।

পরিবার সূত্রে পাওয়া তথ্যে, জুলু বাবু অবিভক্ত বাংলার সিলেটে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান এবং লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী লাভ করেন।রাজনীতিতে সক্রিয় ভাবে প্রবেশের আগে তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হন।

২০০০ সালে এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভায় ভারত সরকাররের রাসায়নিক ও সার মন্ত্রী হন ও পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রার্থী জ্যোতির্ময়ী সিকদারের কাছে পরাজিত হওয়ার পরে তিনি রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন ২০০৮ সালে। ২০০৯ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে ক্রমশ দূরে চলে যান।

Nadia

Mar 03 2023, 11:51

নদিয়ায় দুটি পৃথক আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার দমকলের এবং স্থানীয়দের আগুন নেভানোর দীর্ঘ প্রচেষ্টা


আগুনে পুড়ে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত।নদীয়ার ভীমপুরের কুলগাছি সর্দার পাড়ায় আগুনে পুড়ে ভষ্মীভূত হয় চারটি কাঁচাবাড়ি। একই রকম ভাবে নাকাশিপাড়া থানা এলাকার তৈবিচারতেও আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি পরিবার ।স্থানীয় সূত্রে জানা গেছে রান্নার পর হঠাৎই দাউ দাউ করে একটি বাড়ি জ্বলতে থাকে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তাতে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, দুটি পৃথক ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি করে ইঞ্জিন। ততক্ষণে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে ।

প্রাথমিক অনুমান রান্নার উনুন থেকেই আগুন লেগে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত চারটি বাড়ি।চারটি দুস্থ পরিবারের কাছে কোন কিছুই নেই । তারা ভেবে উঠতে পারছেন না এখন কি করবেন কারণ তাদের শেষ সম্রাট টুকু পুড়ে গেছে। স্থানীয়রা এই পরিবার গুলির হাতে কিছু খাবার তুলে দিতে এসেছেন । সকলের একটাই দাবি পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াক ।

Nadia

Mar 02 2023, 19:24

বিজেপির বিজয় মিছিল ত্রিপুরার ভোটের জয় উপলক্ষে


নদীয়া:বিজেপির বিজয় মিছিল ত্রিপুরার ভোটের জয় উপলক্ষে শান্তিপুর বাস স্ট্যান্ড  থেকে স্টেশন গোলপার্ক বিজয় মিছিল হয়। এই বিজয় মিছিলে পা মেলান প্রচুর বিজেপি কর্মীর সমর্থকরা গেরুয়া আবির খেলে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিক্রি করেন বিজেপি কর্মী সমর্থকরা।

Nadia

Mar 02 2023, 19:14

বিধানসভায় এই প্রথম কংগ্রেস বিধায়ক, অন্যদিকে আইএসএফ বিধায়কের মুক্তি! সাগরদিঘীর খুশির ঢেউ আছড়ে পড়লো নদীয়ার শান্তিপুরে


বহুআগে থেকেই নদীয়ার শান্তিপুর রাজনৈতিক ভাবে সচেতন। রাজ্যের এমন কি দেশের ক্ষেত্রেও এখানকার ভূমিপুত্ররা অনেকেই অনেক সময় সুপরিচিত ছিলেন।

বিগত দিনেও রাজ্যে শাসক দলের বিরোধী পৌরসভার নজির এখানেই লক্ষ্য করা গেছে। পূর্বে  বামেদের অধ্যুষিত হলেও, ডানপন্থীদের হাতে যেতে সময় লাগেনি। একদিকে যেমন বামপন্থী নেতৃত্ব সে সময় মন্ত্রিত্ব পেয়েছে, আবার তার পরবর্তী সময়ে ডানপন্থীদের জয়জয়কার। তৃণমূলের রমরমার মধ্যেই রানাঘাটের মতন শান্তি করে জয়লাভ করেছিলো বামসংগঠিত কংগ্রেস প্রার্থী। সুতরাং শান্তিপুরে,  কংগ্রেসী আবেগ বরাবরই।

তাই আজ মুর্শিদাবাদের সাগরদিঘীতে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস ২২ হাজার ৯৮০ ভোটে জয়লাভের পর, উচ্ছাসে ফেটে পড়েন শান্তিপুরের কংগ্রেস কর্মী সমর্থকরা। শান্তিপুর কাশ্যপপাড়া বাস স্ট্যান্ড এলাকায়, নিজেদের মধ্যে সবুজ আবির খেলেন তারা। তারা জানান মাধ্যমিক পরীক্ষা চলার জন্য, বিকাল ৪টের পর তারা মিলিত হন। তবে সাগরদিঘির মতো লাল আবির সবুজ আবিরের সাথে মিশে গেল না। যদিও কংগ্রেস নেতৃত্ব জানান, এ বিষয়ে সিপিআইএম নেতৃত্বকে তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়, তবে উপস্থিত হননি কেনো সে বিষয়ে জানা নেই। 

আজকের এই উচ্ছ্বাসে এগিয়ে এসেছিলেন শান্তিপুর শহর কংগ্রেসের সভাপতি রাজু পাল, আই এন টি ইউ সি নদীয়া জেলা সভাপতি অলোক চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেস কমিটি মেম্বার সোমনাথ কুন্ড, বর্ষিয়ান কংগ্রেসের নেতৃত্ব  বিজন ঘোষ, নিমাই আচার্য্য শ্যামল দে সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ বিষয়ে রাজু পাল জানান মানুষ ভোট দিতে পারলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এইরকমই ফলাফল হবে সর্বত্র।

অলোক চ্যাটার্জী বলেন, কংগ্রেস শূন্য বিধানসভার গ্লানি আর থাকলো না, দিকে দিকে কংগ্রেস কর্মীরা নতুন উদ্যম ফিরে পেলো।

অন্যদিকে ভাঙরের আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর জামিনে মুক্তি পাওয়ার ঘটনাও আজকের এই উচ্ছ্বাসের মাত্রা বাড়িয়েছে। জোটের দুই বিধায়ক হওয়ার পর আগামী দিনে একসাথে চলার আরো সুগম হলে বলেই মনে করছেন জোটের শুভাকাঙ্ক্ষীরা। এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা কাশ্যপপাড়া থেকে ডাকঘর এবং বাইগাছি মোড়  পর্যন্ত বিজয় মিছিল, কাশ্যপপাড়া, শ্যামচাঁদ মোড়, ডাকঘরে পথসভা করেন তারা।

Nadia

Mar 02 2023, 15:27

নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ


চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল শক্তিনগর জেলা হাসপাতালে। হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় পরিজনেরা। কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল রাত বারোট নাগাদ কৃষ্ণনগরের বাসিন্দা রবীন্দ্রনাথ দাস (৫২) শারিরীক অসুস্থতা নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয়। সকাল বেলায় রোগীর অবস্থার অবনতি হওয়ার পরেও বাড়ির লোকজন  বারংবার কর্তব্যরত চিকিৎসক বিনোদ দাসকে বললেও তিনি রোগীকে দেখেননি বলে অভিযোগ।

এমনকি ওই ওয়ার্ডে ওই চিকিৎসক অন্য রোগী দেখার সময়ও রোগীর অবস্থা আরো খারাপ হওয়া সত্ত্বেও তিনি ঘুরেও দেখেননি। ওই চিকিৎসক ওয়ার্ডে  থাকাকালীনই মৃত্যু হয় ওই রোগীর। এর পরই ক্ষোভ ফেটে পড়েন রোগীর পরিবার। ওই চিকিৎসককে ওয়ার্ডে আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Nadia

Mar 02 2023, 13:57

হরিণঘাটায় ৮টি গরু সহ একটি গাড়ি আটক করল মোহনপুর পুলিশ ফাঁড়ি


নদীয়া: হরিণঘাটা থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের পাঁচপোতা এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি ৪০৭ গাড়িকে তাড়া করে গাড়িটিকে আটক করে হরিণঘাটার মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র। আটক হওয়া গাড়ি থেকে উদ্ধার হয় দুটি মোষ, চারটি গরুর সহ দুটি গরুর বাছুর। মোট আটটি গরু আটক করে হরিণঘাটার মোহনপুর পুলিশ ফাঁড়ি। বৈধ কাগজপত্র না দেখাতে পারায় গাড়ির চালক খালাসিসহ গাড়িতে থাকা আরো দুজন, মোট চারজনকে গ্রেফতার করে হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা যায় বিহার থেকে এই গরুগুলোকে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসে এই গরুগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। বেআইনিভাবে এই গরু নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হরিণঘাটার মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র। অন্যদিকে এই গরু পাচার চক্রে কারা কারা যুক্ত আছে তার খোঁজে তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানা।

চারজনকে গ্রেফতার করে আজ অর্থাৎ বৃস্পতিবার পাঠানো হলো কল্যাণী মহকুমা আদালতে। জানাযায় ও চারজনের মধ্যে তিনজন বিহারে যদিও অপর একজন পশ্চিমবঙ্গের। গ্রেপ্তার হওয়া চারজন  উমেশ যাদব ৪৫। বীরেন্দর রয় ৫৫। অরুন কুমার রায় ১৯। রামচন্দ্র রায় ৫২।

Nadia

Mar 02 2023, 08:59

নদীয়ার কল্যাণীতে শাসক দলের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল


নদীয়া: নদীয়ার কল্যানীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল নিয়ে শুরু হল কাজিয়া ।

দীঘদিন ধরে কল্যানী তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন অরুপ মুখার্জি। কয়েক মাস আগে অরুপ মুখার্জিকে সরিয়ে দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বিপ্লব দে কে।

এরপর থেকে শুরু হয় দলের অন্দরে চাপা মতপার্থক্য।

প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল রাস্তায় না আসলেও দলের অন্দরে চলছিল চোরা স্রোত।আজ তার বহিঃপ্রকাশ ঘটলো কল্যানীতে। এদিন দখল হল দলীয় কার্যালয়। এ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন ।

তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন দলের জেলা নেতৃত্বর নির্দেশে বর্তমান সভাপতি দলীয় কার্যালয় দখল নিয়েছে। কল্যাণী শহরের তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি বিপ্লব দে জানান ,"কল্যাণী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিবেক ভবনে আজ থেকে তিনি বসবেন এবং দলীয় সমগ্র কাজকর্ম এখান থেকেই করবেন। জেলা নেতৃত্ব নির্দেশেই নির্দেশেই আজ থেকে এই কার্যালয়ে বসবেন তিনি। তাছাড়াও দলীয়কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করছিল ওই কার্যালয়ে তাকে বসার জন্য ।বিরোধীরা ও সমালোচনা শুরু করেছিল ওই কার্যালয়ে না বসাতে। তাই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ওই কার্যালয়ে বসতে শুরু করলেন তিনি।"

তবে এ নিয়ে পূর্বের সভাপতি যে বক্তব্য তা বিবেচনা করবেন বলে জানিয়েছেন এবং জেলা নেতৃত্ব সঙ্গে বসে এই সমস্যা মিটাবেন। পাশাপাশি তিনি বলেন পূর্বের সভাপতি তিনি এখন আর সভাপতি নেই তিনি দলের শুধু কাউন্সিলার। অতএব দলীয় কার্যালয় কি হবে দল কিভাবে চলবে তার জেলা নেতৃত্ব এবং এবং কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি হিসেবে তিনি ঠিক করবেন।

কিন্তু কিন্তু দলীয় কার্যালয়ে এতদিন যাবত বসে আসছিল কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরূপ মুখার্জি। আজ থেকে তার কার্যালয় বর্তমান সভাপতি বসাতে কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তবে প্রকাশ্যে না বললেও তার গলায় সেই ক্ষোভের সুর। তবে তৃণমূলের দলীয় কার্যালয় দখল নিয়ে নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি কল্যানী শহর মন্ডলের সভাপতি বিশ্বরুপ কুলভি। তিনি বলেন বিজেপি একটি সাংগঠনিক দল সাংগঠনিক শৃঙ্খলাবদ্ধর মধ্যে সংগঠন চলে। তৃণমূলের কোন শৃংখলা নেই তারই বহিঃপ্রকাশ কল্যাণীতে ঘটলো।